Reduce Feed Cost by Using Duckweed as Fish Feed & Ensure Profit in Fish Culture ক্ষুদিপানা ব্যাবহার

Reduce Feed Cost by Using Duckweed as Fish Feed & Ensure Profit in Fish Culture ক্ষুদিপানা ব্যাবহার

Reduce Feed Cost by Using Duckweed as Fish Feed & Ensure Profit in Fish Culture
ক্ষুদিপানা খাদ্য হিসাবে ব্যাবহার করে মাছচাষে লাভ নিশ্চিত করুন
ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
#Duckweed #Fishfeed #Aquaculture #ক্ষুদিপানা
ক্ষুদিপানা হলো একবীজপত্রী উদ্ভিদ বর্গের Lemnaceae গোত্রের অন্তর্গত এক প্রজাতির অবাধ ভাসমান জলজ সপুষ্পক উদ্ভিদ। এটি পানিতে ভেসে বেড়ায় এবং জলচর পাখি ও প্রাণীর সাধারণ খাদ্য।[১] এরা মূলতঃ Araceae পরিবারের অন্তর্গত।[২]
এর বহুবিধ ব্যবহারের জন্য ক্ষুদিপানা এর যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছেঃ[১]

প্রচুর প্রোটিন থাকায় (শুষ্ক ওজনের ৬.৮-৪০%) এটি পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়;
বর্জ্যপানি শোধনে এটি বায়োফিল্টার হিসাবে কাজ করে;
মাছ ও পশু খামারে খাদ্য হিসাবে ব্যবহৃত হয়;
মায়ানমার, লাওস ও উত্তর থাইল্যান্ডে Wolffia arrhiza সালাদ হিসেবে খাওয়া হয়।

AABDAABD64Aquaculturehnology

Post a Comment

0 Comments